Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিক – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক :: জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন।

বাংলাদেশে শিশু অধিকার নিয়ে ইউনিসেফের সঙ্গে কাজ করবেন মুশফিক। পাশাপাশি যুবসমাজে সচেতনতা তৈরিতেও সহায়তা করবেন।  সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ এই তথ্য জানিয়েছে।

ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিক বলেন, ‘শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দুটোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মুশফিকুর রহিম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন।’

মুশফিকের আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। সাকিব আল হাসান ২০১৩ সাল থেকেই ইউনিসেফের সঙ্গে কাজ করছেন। আর হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল কাজ করেছেন ২০০৫ সালে। তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজও যুক্ত ইউনিসেফের সঙ্গে। গত বছর থেকে তিনি কাজ করছেন শিশু অধিকার দূত হিসেবে।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares