Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
পুলিশ হেফাজতে মৃত্যু: সংবাদ সম্মেলন করবে বিএনপি – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

পুলিশ হেফাজতে মৃত্যু: সংবাদ সম্মেলন করবে বিএনপি

সিএনবাংলা ডেস্ক :: পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে বিএনপি সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে দলটি করোনা মোকাবিলায় সরকারের অবস্থান ও ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও দুটি সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব জানান, শনিবার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকেল ৫টায় অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি বিষয়ে শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়া এবং পাঁচ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানবাধিকার লঙ্ঘন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের গুলিতে যেভাবে হত্যার ঘটনা বেড়েই চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়েও বিস্তারিত সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ দলীয় যেসব নেতাকর্মীরা মারা গেছেন তাদের স্মরণ করে শোক জানায় বিএনপি। এছাড়া করোনায় যেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতেও শোক প্রকাশ করে দলটি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশগ্রহণ করেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সিএনবাংলা/একেজে

Sharing is caring!

 

 

shares