Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ছাতকে সরকারি চাল পাচারকালে জনতার হাতে পিকআপ ভ্যান সহ ৩৫ বস্তা চাল আটক – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ছাতকে সরকারি চাল পাচারকালে জনতার হাতে পিকআপ ভ্যান সহ ৩৫ বস্তা চাল আটক

মীর মোঃ আমান মিয়া লুমান, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে সরকারি চাল পাচারকালে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা চাল আটক করা হয়েছে। স্থানীয় জনতা ইউনিয়নের ডিলার আব্দুল মালিকের এসব চাল আটক করেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় একটি পিকআপ ভ্যান সহ ৩৫ বস্তা চাল আটক করা হয়। চাল সহ গাড়ী আটকের সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য ইলিয়াস আলী, স্থানীয় খলিল মিয়া, গেদাব আলী, ছমির আলী, শংকর দেব, আব্দুল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। ডিলারের কাছ থেকে চাল ক্রয় করছেন বলে জানা গেছে কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান (হছা)।

খবর পেয়ে ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে পাচারকাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (নং-১৪-১৫৩৫) ও ৩৫ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যান। দক্ষিণ খুরমা ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রির ডিলার হচ্ছেন নাদিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল মালিক।

চাল আটকের ঘটনায় ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল মানিকগঞ্জ বাজারে পৌছান তিনি। ডিলার সহ একাধিক লোকের সাক্ষ্য নিয়েছেন। ডিলার চাল ভোক্তাদের কাছে বিক্রি করেছেন আর ভোক্তারা তাদের চাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। ডিলারের চাল বিক্রি বন্টন খাতাপত্রে সঠিক রয়েছে।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares