Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
কেমুসাস বইমেলায় ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র মোড়ক উন্মোচন – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

কেমুসাস বইমেলায় ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র মোড়ক উন্মোচন

সিএনবাংলা প্রতিবেদক : কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’র কেমুসাস বইমেলা-২০২১ এ ছড়াকার ও সাংবাদিক আবদুল কাদির জীবন সম্পাদিত  ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ মার্চ) বিকাল ৬ ঘটিকার সময় সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ বিষয়ক ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র মোড়ক উন্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আবদুল হামিদ মানিক, সহ-সভাপতি কবি কালাম আযাদ, সহ-সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব ফেরদৌস, সহ পাঠাগার সম্পাদক কবি ইসমত হানিফা চৌধুরী, কেমুসাস বইমেলা উপকমিটির সদস্য সচিব এডভোকেট কবি আবদুল মুকিত অপি, কেমুসাস কার্যকরী পরিষদের সদস্য এডভোকেট আবদুস সাদেক লিপন, কবি ইশরাক জাহান জেলী, কবি কুবাদ বখত চেীধুরী রুবেল, ঔপন্যাসিক আলেয়া রহমান, দি আর্থ অব অটোগ্রাফ‘র সম্পাদক ও প্রকাশক আবদুল কাদির জীবন প্রমুখ।

বহুল প্রচারিত এই ইংরেজি ম্যাগাজিন সিলেটেস্থ জিন্দাবাজারের স্বনামধন্য লাইব্রেরি ‘বাতিঘর’ এ পাওয়া যাচ্ছে।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares