Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
বইমেলার ৩য় দিন: লেখক-পাঠকের পদচারণায় মুখরিত কেমুসাস চত্বর – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

বইমেলার ৩য় দিন: লেখক-পাঠকের পদচারণায় মুখরিত কেমুসাস চত্বর

নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের চতুর্দশ বইমেলার ৩য় দিনে (২৮ মার্চ) লেখক-পাঠকের পদচারণায় মুখরিত ছিল কেমুসাস চত্বর। বেলা ৩টায় মেলার শুরু থেকেই পছন্দের বইটি সংগ্রহ করতে স্টলে স্টলে ঘুরেছেন অনুসন্ধানী পাঠকেরা। চৈতন্য’র স্টলে তরুণ লেখক রাহাত তরফদারের ভ্রমণ বিষয়ক গ্রন্থ বনবাস শহরবাসকে ঘিরে পাঠকের আড্ডা লক্ষ করা যায়। লেখক স্টলে বসে বইয়ে অটোগ্রাফ দিয়েছেন।

বইটির প্রকাশক রাজীব চৌধুরী জানান, ভ্রমণ সাহিত্যের প্রতি দিন দিন পাঠকের আগ্রহ বাড়ছে। ‘বনবাস শহরবাস’ বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে বলে তার বিশ^াস। লেখক রাহাত তরফদার বলেন, ‘আজ যেভাবে পাঠকের সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত।’ জসিম বুক হাউস এর স্বত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন জানান, বঙ্গবন্ধু বিষয়ক বই তার স্টল থেকে পাঠকেরা নিয়েছেন বেশি। এছাড়া নীলিমা ইব্রাহীমের বইও পাঠকের পছন্দের তালিকায় ছিল।

বইমেলায় লেখক-সংগঠকদের মধ্যে ছিলেন, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, কার্যকরি পরিষদ সদস্য জগলু চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন অ্যাডভোকেট, বইমেলা উদযাপন কমিটির সদস্যসচিব আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, কবি বাছিত ইবনে হাবীব, কবি ধ্রুব গৌতম, সংগঠক মোহাম্মদ নওয়াব আলী, কেমুসাসের সহ-লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, গবেষক সুমনকুমার দাশ, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি কামাল আহমদ, কেমুসাসের কার্যকরি পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরি পরিষদ সদস্য রিপন আহমদ ফরিদী, কার্যকরি পরিষদ সদস্য মাহবুব হোসেন, লেখক নাওয়াজ মারজান, কবি সৈয়দ মুজাদ্দিদ, সংগঠক আব্দুল গফফার ওমরা মিয়া, এস ডি পুনম, কবি আবদুল কাদির জীবন, সাংবাদিক আব্দুল বাছিত, সংগঠক এমরান ফয়সল প্রমুখ।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares