Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
জগন্নাথপুরে কয়েছুন্নুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

জগন্নাথপুরে কয়েছুন্নুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে ৩২ দলের অংশ গ্রহণে ১ম কয়েছুন্নুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ছাত্রনেতা আকমল হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক শাফি মোহাম্মদের পরিচালনায় টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।

আরও অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল দাতা যুক্তরাজ্য প্রবাসী আলতাফ হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক ছমির। উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ রুয়েল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবল দেব, স্থানীয় কেশবপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক ছানাফর আলী।

আরও বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক কামাল হোসেন, প্রবাসী আব্বাস আলী, ক্রীড়া সংগঠক জুয়েল আহমদ, ছাত্রনেতা জাবির আহমদ চৌধুরী, কাশেম আহমদ প্রমুখ। টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল থাকলেও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়ার সৌজন্যে থাকছে। ফ্রান্স প্রবাসী রেদুয়ান আহমেদ’র সৌজন্যে প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ প্রদান করা হবে। উদ্বোধনী খেলায় বিশাল রানের ব্যবধানে নিজেদের মিশন ভালোভাবে সম্পন্ন করেছে সৌলজার ইউনাইটেড। তারা টসে জিতে মাহবুবুর রহমান শিপনের অনবদ্য সেঞ্চুরিতে ২১১ রান সংগ্রহ করে। বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৫ রানে থেমে যায় কলেজ পাড়া একাডেমির ইনিংস। ফলে বিশাল রানের জয় পায় সৌলজার ইউনাইটেড। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৌলজারের হয়ে সেঞ্চুরি করা শিপন।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares