Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
মুজিববর্ষ বাংলাদেশ ব্যাংক ক্লাব ক্রিকেট লীগ শুরু – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

মুজিববর্ষ বাংলাদেশ ব্যাংক ক্লাব ক্রিকেট লীগ শুরু

ক্রীড়া ডেস্ক :: সিলেট জেলা স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি শুক্রবার হতে শুরু হয়েছে মুজিববর্ষ বাংলাদেশ ব্যাংক ক্লাব ক্রিকেট লীগ। সকালে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম।

আয়োজক বাংলাদেশ ব্যাংক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দেবাশিস তালুকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারী রান্টু চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, সিলেট জেলা ক্রিকেট দলের কোচ মোঃ রানা মিয়া।

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ হারুনুর রশিদ, মোঃ আব্দুল হাছিব, খালেদ আহমদ, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোস্তফা আজাদ কামাল, এটিএম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, মোঃ জাবেদ আহমদ, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মৌলভীবাজার ম্যাভেরিক্স ২১ রানে হবিগঞ্জ হ্যারিকেন্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে মৌলভীবাজার ১০ ওভারে রনি ৩১, সিতাংশু ১৯, দেবাশিস ১১, এনামুল ও আরিফুল এর ১০ রানে ১১৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে হবিগঞ্জের ইনিংস ৯৫ রানে গুটিয়ে যায়। মাসুস অনবদ্য ৫০ রান করেন। ম্যান অব দি ম্যাচ হন রনি দে। দ্বিতীয় খেলায় সুনামগঞ্জ স্কোযার্ডন ৩২ রানে হারায় সিলেট স্ট্রাইকার্স কে। কামরুল হোসেন সরকার ম্যান অব দি ম্যাচ হন। শেষ খেলায় সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে হারায় হবিগঞ্জ হ্যারিকেন্সকে।

প্রথমে ব্যাট করে হবিগঞ্জ ১০ ওভারে ২ উইকেটে ৮৫ রান করে। শাওন দাস ২৬, আলীনুর ২৫, মাসুম ২১ রান করে। সিলেট স্ট্রাইকার্স ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সজীব অপরাজিত ৩৮, বাসেদ ১১, সুমন্ত ১১ রান করেন। ম্যান অব দি ম্যাচ হন সঞ্জয় দেব সজীব। আম্পায়ারঃ আলমাস আহমদ শুক্কুর ও আবিদ হাসান রাজু। স্কোরারঃ মুহিন আহমদ ও মনিরুল ইসলাম। ধারাভাষ্যঃ এটিএম হাবিবুল্লাহ, জুয়েল কুমার সাহা ও মাহমুদুল হাসান।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares