Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
আফ্রিদির সমালোচনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

আফ্রিদির সমালোচনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমির সোহেল নিজের ইউটিউব চ্যানেলে জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ১৯৯৯ সালের বিশ্বকাপে শাহিদ আফ্রিদিকে ওপেনার হিসেবে দলে নেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত।

প্রসঙ্গত, সে বারের বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে সোহেলের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। ক্যাপ্টেন করা হয় ওয়াসিম আকরামকে।

প্রাক্তন এই ওপেনারের ভাষ্যমতে ‘‘১৯৯৮ সালে আমি(আমির সোহেল) অধিনায়ক ছিলাম। তখন নির্বাচকদের সঙ্গে বসে স্থির করেছিলাম বিশ্বকাপে আমরা এমন এক জন ওপেনার নেব, যে উইকেটে টিকে থাকার পাশাপাশি নতুন বলেও রান করতে পারবে। ’’কিন্তু নির্বাচকরা বেছে নেন শহীদ আফ্রিদিকে। দল নির্বাচনের সময়ে সোহেলের কথা শোনা হয়নি। উল্টে তাঁর নেতৃত্বও চলে যায়। এমনটাই দাবি করেছেন সোহেল।

পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি ওপেনার বলছেন, ‘‘লো বাউন্সের উইকেটে শহীদ আফ্রিদি মেরে খেলতে পারে। কিন্তু পরিস্থিতি কঠিন থাকলে, আফ্রিদি না পারে ব্যাটিং, না বোলিং। ওয়াসিম আকরামের জায়গায় আমি দলের নেতা থাকলে ওপেনার হিসেবে মোহাম্মদ ইউসুফকে দলে নিতাম। ’’

সিএনবাংলা/এসআরএইচ

Sharing is caring!

 

 

shares