Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
মৌলভীবাজারে বিএনপির ৩২ নেতাকর্মীর একসঙ্গে পদত্যাগ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

মৌলভীবাজারে বিএনপির ৩২ নেতাকর্মীর একসঙ্গে পদত্যাগ

সিএনবাংলা ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বখতসহ ৩২ নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন। রোববার বিকালে নেতাকর্মীদের স্বাক্ষরিত পদত্যাগপত্র জেলা সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়া হয়।

পদত্যাগপত্র থেকে জানা যায়, উপজেলা কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের অকাল মৃত্যুতে শূন্যপদে উপজেলা সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীকে জেলা সভাপতির নির্দেশে অগঠনতান্ত্রিকভাবে বিগত ২৫ আগস্ট প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

২২ সেপ্টেম্বর একই ব্যক্তিকে জেলা সভাপতির নির্দেশে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এমতাবস্থায় ১৩ অক্টোবর দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনামুল হক চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

আট দিন পর আবার সভাপতির নির্দেশে ফের এনামুল হক চৌধুরীকে দলে পুনর্বহাল করা হয়। এসব গঠনতন্ত্রবিরোধী কার্যক্রমে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তুষ্টির প্রকাশ ঘটছে। যার কারণে উপজেলা কমিটির বিভিন্ন পদের ৩২ নেতাকর্মী পদত্যাগ করেন।

পদত্যাগকারী রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বখস বলেন, জেলা সভাপতি আমাদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই একই ব্যক্তিকে নিয়ে বারবার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে উনার বাড়িতে সভা করেন কিন্তু আমরা জানি না।

এভাবে একাধিক বিষয়ে তিনি গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম পরিচালনা করেছে, যা দলের জন্য কোনোভাবেই কাম্য নয়। যার কারণে আমরা দল থেকে পদত্যাগ করেছি।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

এনামুল হক চৌধুরীকে নিয়ে সভাপতি যে কাণ্ড করেছেন এটা কি গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক নয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সভাপতির সিদ্ধান্তের ওপরে মন্তব্য করতে চাচ্ছি না।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান পদত্যাগপত্র গ্রহণের কথা স্বীকার করে বলেন, এনামুল হক চৌধুরীকে এক পদ থেকে অন্য পদে নেয়া বা বহিষ্কার করার বিষয়ে আমি অবগত নই। এটা সভাপতি একক সিদ্ধান্তে করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, এনামুল হক চৌধুরীকে একবার পদোন্নতি দিয়েছিলাম। কিন্তু কিছু লোক না মানায় ফের তাকে সাংগঠনিক সম্পাদক করি। ভুল করেছিল তাকে মাফ করে দিয়েছি। এটা পদত্যাগকারীরা মেনে নিতে পারছেন না।

পদত্যাগকারী তিনজন ব্যতীত বাকি সবার স্বাক্ষর জাল করা হয়েছে। তারা আমার সঙ্গে দেখা করতে চায়। উপজেলা সাধারণ সম্পাদক এমএ হাকিম বখস গুটিকয়েক লোকের কাছে জিম্মি। সর্বশেষ তিনি বলেন, এটা নিউজ করার কোনো বিষয় নয়।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares