Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
১৯ সাংবাদিক পেলেন ‘পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

১৯ সাংবাদিক পেলেন ‘পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’

সিএনবাংলা ডেস্ক :: পোলট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদনের জন্য দেশের ১৯ সংবাদকর্মীকে ‘পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ দিয়েছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। পুরস্কৃত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বলও।

রোববার (২১ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হয়। আয়োজনের সহযােগিতায় ছিল এসিআই অ্যানিম্যাল হেলথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। বিজয়ী সংবাদকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সচিবসহ জুরিবাের্ডের সদস্যরা।

জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের নয়জন, টেলিভিশন চ্যানেলের ছয়জন, অনলাইন ও ম্যাগাজিনের চারজন মিলিয়ে মােট ১৯ সংবাদকর্মীকে পােল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ দেয়া হয়েছে।

জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান দৈনিক ভােরের কাগজের সিনিয়র রিপাের্টার মরিয়ম সেঁজুতি, দ্বিতীয় পুরস্কার পান দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপাের্টার আব্দুল্লাহ আল মামুন। আর তৃতীয় পুরস্কার ওঠে দি নিউজ টুডে’র সিনিয়র স্টাফ রিপাের্টার মাজহারুল ইসলাম মিচেলের হাতে।

ঢাকার বাইরে থেকে প্রকাশিত (স্থানীয়) সংবাদপত্রের প্রতিবেদন ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন দৈনিক ফেনীর সময়ের চৌদ্দগ্রাম প্রতিনিধি মাে. এমদাদ উল্যাহ।

টিভি ও রেডিও ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেন যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা। দ্বিতীয় পুরস্কার পান চ্যানেল টোয়েন্টিফোরের কৃষি বিষয়ক প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী এবং তৃতীয় পুরস্কার পান মােহনা টিভির স্টাফ রিপাের্টার তানজিলা নিঝুম।

বার্তা সংস্থা (অনলাইন) ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান পরিবর্তন ডটকমের স্টাফ রিপাের্টার মাে. তাসলিমুল আলম তৌহিদ। পােল্ট্রি ও কৃষি বিষয়ক ম্যাগাজিন (অনলাইন) ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন অ্যাগ্রিনিউজ২৪.কমের সম্পাদক মাে . খোরশেদ আলম (জুয়েল)।

অপরদিকে প্রমিজিং পােল্ট্রি রিপাের্টার্স অ্যাওয়ার্ড লাভ করেন জাগাে নিউজের বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপাের্টার মাে. মিজানুর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাফের সিনিয়র রিপাের্টার মাে. নিজামুল হক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপাের্টার রহিম শেখ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপাের্টার মুন্না রায়হান, সময় টেলিভিশনের স্টাফ রিপাের্টার কাজল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শাহীদ আহমেদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপাের্টার ভুইয়া নজরুল এবং অ্যাগ্রিকেয়ার২৪.কমের সিনিয়র রিপাের্টার মাে. আবু খালিদ।

পুরস্কার মনোনয়নে জুরি বাের্ডের সদস্য হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, টিভি টুডের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ভােরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক প্রথম আলাের সহযােগী সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল ও যমুনা টিভির বিজনেস এডিটর সাজাদ আলম খান তপু।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares