Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন নায়িকা পরীমনি – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন নায়িকা পরীমনি

নিউজ ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকা পরীমনির ফেসবুক স্ট্যাটাস ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছেন, ‘তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়েছে।

গত চার দিন ধরে প্রতিকার চেয়ে দরজায়-দরজায় কড়া নাড়লেও কোনও লাভ হয়নি।’ শুধু তাই নয় সুবিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থও হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা। আর পরীমনির এমন বিস্ফোরক অভিযোগের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কে বা কারা তাঁকে ধর্ষণ ও খুন করার চেষ্টা করেছে তা অবশ্য প্রকাশ করেননি বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী।

এদিন রাত আটটা নাগাদ ফেসবুক স্ট্যাটাসে পরীমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে লিখেছেন, ‘ ‘আমি পরীমণি।এই দেশের একজন নাগরিক।আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।আমি এর বিচার চাই।’ যন্ত্রণা উগের দিয়ে তিনি লিখেছেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা।

আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে’!

মাত্র আড়াই বছরে মাকে হারানো ঢাকাই চলচ্চিত্রের নায়িকা আরও লিখেছেন, ‘আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনও আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

চলচ্চিত্রের অন্যতম সুন্দরী নায়িকার বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। পরীমনির অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (জনসংযোগ) সোহেল রানা সাংবাদিকদের বলেছেন, ‘পরীমনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা তার ন্যায়বিচারের জন্য কাজ করব।’

Sharing is caring!

 

 

shares