Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
শীর্ষ ৫ লিগের ইতিহাসে যে রেকর্ডে শুধুই মেসি – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষ ৫ লিগের ইতিহাসে যে রেকর্ডে শুধুই মেসি

ডেস্ক নিউজঃ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৩ মৌসুমে ২০ উর্ধ্ব গোল করার অনন্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। লা লিগায় হুয়েস্কার বিপক্ষে জোড়া গোল করে এই মাইলফলকে পা রাখেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পেনের শীর্ষ লিগে ২০০৮/০৯ মৌসুমে ২৩ গোল করে এই অভিযান শুরু করেন মেসি। পরের মৌসুমে (২০০৯/১০) করেন ৩৪ গোল। ২০১০/১১ মৌসুমে ৩১, ২০১১/১২ মৌসুমে ৫০, ২০১২/১৩ মৌসুমে ৪৬, ২০১৩/১৪ মৌসুমে ২৮, ২০১৪/১৫ মৌসুমে ৪৩, ২০১৫/১৬ মৌসুমে ২৬, ২০১৬/১৭ মৌসুমে ৩৭, ২০১৭/১৮ মৌসুমে ৩৪, ২০১৮/১৯ মৌসুমে ৩৬, ২০১৯/২০ মৌসুমে ২৫ গোল করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুম কাতালান জায়ান্টদের লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ার পথে ইতোমধ্যে ২০ গোল করে ফেলেছেন তিনি।

হুয়েস্কার বিপক্ষে ১৩ মিনিটে দলের প্রথম গোলটি করার পর ৯০তম মিনিটে শেষ গোলটি করেন মেসি। এছাড়া ৫৩তম মিনিটে মিঙ্গুয়েজার গোলে অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচটিতে রোনাল্ড কোম্যানের শিষ্যরা জিতেছে ৪-১ ব্যবধানে। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেও উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

বার্সার বড় জয়ের রাতে আরেকটি রেকর্ডও গড়েছেন মেসি। হুয়েস্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সার ইতিহাসে জাভি হার্নান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দু’জনের ম্যাচ এখন ৭৬৭।

সিএনবাংলা/ এম

Sharing is caring!

 

 

shares