Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
কোহলির মেসেজ পেয়ে কেঁদেছিলেন আজহারউদ্দীন – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

কোহলির মেসেজ পেয়ে কেঁদেছিলেন আজহারউদ্দীন

ডেস্ক নিউজঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম বরাবরই হাসায়, কাঁদায়, উল্লাসে ভাসায়। প্রত্যাশার বাইরের কোনো ঘটনায় আনন্দে আত্মহারা হয়ে যান অনেকেই। আবার অনকাঙ্খিত ঘটনা চোখে পানি এনে দেয়।

অস্ট্রেলিয়ার টি-টেয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের কথাই চিন্তা করুন। তাকে কোনো দল না নেওয়ায় অবাক অনেকেই। আবার ভারতের কেরালার মোহাম্মেদ আজহারউদ্দীন নিজে-ই অবাক দল পেয়ে। নিলামে তার দাম ছিল মাত্র ২০ লাখ রুপি। বেইস প্রাইজে তাকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দল পেয়ে আকাশে উড়ছিলেন আজহারউদ্দীন। তার আনন্দ আরও দ্বিগুন করেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। মুঠোফোন বার্তায় কোহলি তাকে শুভেচ্ছা জানান। তাতে চোখে পানি চলে আসে ২৬ বছর বয়সী আজহারউদ্দীনের।

২০১৬ সালে তার টি-টোয়েন্টি অভিষেক হলেও চলতি বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফির পারফরম্যান্সে লাইমলাইটে আসেন। ৫ ম্যাচে ২১৪ রান করেন, ৫৩.৫০ গড় ও ১৯৪.৫৪ স্ট্রাইক রেটে। মুম্বাইয়ের বিপক্ষে ৫৪ বলে ১৩৭ রানের ইনিংসটিতে আলোড়ন সৃষ্টি করেন। বেঙ্গালুরু নিলামে তাকে দলে ভেড়ানোর ২ মিনিট পর কোহলি তাকে মেসেজ পাঠান। ভারতের অধিনায়ক লিখেন, ‘আরসিবিকে স্বাগতম।’

ভারতের ক্রিকেট আইকনের থেকে এমন মেসেজ পেয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আজহারউদ্দীনের। স্পোর্টসকিডাকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘কোহলি ভাইয়ের মেসেজ পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি অঝোরে কাঁদছিলাম। অবশ্যই এর জন্য গর্ব করা উচিত। তিনি ক্রিকেটের আইকন। তার সঙ্গে খেলতে পারা স্বপ্নের মতো। আমি তার ড্রেসিংরুমে ঢোকার অপেক্ষায় আছি।’

২৪ টি-টোয়েন্টিতে ৪৫১ রান করা আজহারউদ্দীনের এ ফরম্যাটে রয়েছে একটি সেঞ্চুরিও। তার বিশ্বাস আরসিবির ড্রেসিংরুমে কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের অধীনে আরও পরিণত হবে তার ক্যারিয়ার।

 

সিএনবাংলা/ এম

Sharing is caring!

 

 

shares