Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
কফি হাউজের সেই মঈদুল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

কফি হাউজের সেই মঈদুল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টারঃ  “কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই। নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে,

মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের অন্যতম চরিত্র ঢাকার মঈদুল এখন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

গত ৫ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে
রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৬ সালের ১৩ই জানুয়ারী পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহন করেন কফি হাউজের সেই মঈদুল।

সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয়
মান্না দে, অমলদের সঙ্গে।

১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় ঢাকায়
চলে আসে তার পরিবার।

কাগজের রিপোর্টার মঈদুল,
সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বানী আর দৈনিক পূর্বদেশে।

ফুটবল, হকি, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সে
ছিলেন সমান উজ্জ্বল।
ছিলেন ক্রীড়া ধারাভাষ্যকারও।

সিনেমা আর মঞ্চের জগতেও ছিল তার উপস্থিতি।

মঈদুলের কফি হাউজের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই।
এখন মঈদুলের বিকেল কাটছে হাসপাতালে।

সি এন বাংলা / মান্না

Sharing is caring!

 

 

shares