Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
তাহিরপুরে লজিক প্রকল্পের উদ্যোগে ভেড়া বিতরণ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

তাহিরপুরে লজিক প্রকল্পের উদ্যোগে ভেড়া বিতরণ

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লোকাল গভার্নমেন্ট ইনিশিয়েটিভ অন-ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্পের উদ্যোগে সোমবার ৭ (সেপ্টেম্বর) হতদরিদ্র ২৩ টি পরিবারের প্রতিজন মহিলাকে ৩ করে মোট ৬৯ টি ভেড়া প্রধান করা হয়েছে।পর্যায়ক্রমে উক্ত ইউনিয়ন পরিষদের হতদরিদ্র ২৭৯ টি পরিবারে এসব ভেড়া বিতরণ করা হবে।ভেড়া দেওয়ার উদ্যেশ্য হচ্ছে,আবহাওয়া ও জলবায়ুর সাথে খাপ খেয়ে যেন হতদরিদ্র পরিবারের মানুষজন তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে সফলতা বয়ে আনতে সক্ষম হন।

অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হয়ে উন্নতির দিকে দাবিত হতে পারে হতদরিদ্র পরিবার গুলো।এসব ভেড়া বিতরণ কালে উপস্থিত ছিলেন,বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান মছিহুর রহমান মিলন,প্রকল্পের (এলএসপি) খছরুল আলম,(সিএমএফ) মুকশিদু ররহমান,সায়্যিদা আক্তার প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিগন।

সিএনবাংলা /শোভন

Sharing is caring!

 

 

shares