স্টাফ রিপোর্টার :সিলেট নগরীর কাজীটুলায় বক্ত কর্ণারে আইডিয়াল ফার্মেসী ও ডক্টর’স চেম্বারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে।
গত ২৯ মার্চ মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের কর্ণধার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (নিউরো মেডিসিন বিভাগ) ডা: আরাফাত মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাশেদ আহমদ।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ আব্দুল্লাহ, কানাইঘাট সরকারী কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শামসুল আলম মামুন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব লুৎফুর রহমান, ফয়েজ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন, স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
বক্তারা প্রতিষ্ঠানের উদ্যোক্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন। তারা বলেন,সেবার মানসিকতা নিয়ে কাজ করলে সফলতা আসবেই। জনস্বাস্থ্য উন্নয়ন ও চিকিৎসেবায় এ প্রতিষ্ঠান ভাল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জানা যায়, এখানে দেশী বিদেশী ঔষধ সুলভমূল্যে পাওয়া যায় । আইডিয়াল ফার্মেসী ও ডক্টর’স চেম্বারে নিয়মিত রোগী দেখবেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা: আরাফাত মোহাম্মদ রানা ও একই হাসপাতালের শিশু রোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা: নাদিয়া রহমান। বিজ্ঞপ্তি