Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
মঙ্গলবারে বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়. ! – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

মঙ্গলবারে বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়. !

সি.এন.বাংলা ডেস্কঃ  সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না। ১৩২/৩৩ কেভি কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসের জরুরী সংরক্ষণ ও মেরামত কাজের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রনাধীন ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ রবিবার বিকালে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জানান, মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

৩৩ কেভি কুমারগাঁও-উপশহর ফিডারের আওতাধীন উপশহর, তেররতন, ভ্যাট অফিস , সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া, কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, নয়াবস্তি, উৎসব সেন্টার, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কম্পেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, মৌসুমী আ/এ, এভারগ্রীন আ/এ, ইবনে সিনা হাসপাতাল, জেল রোড, কাষ্টঘর, বিশ্বরোড, বন্দরবাজার, সবজিবাজার, পুরাতন হকার্স মাকেট, নতুন হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, ডাক বাংলা রোড, মহাজপট্টি, শুটকিবাজার, মাছিমপুর, ছড়ারপার, সাদাটিকর, স্প্রিং টাওয়ার, ট্রাফিক পুলিশ উপ-কমিশনার, ইন্ডিয়ান উপ হাইকমিশন, পুলিশ কমিশনার, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, ফরহাদ খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, শিবগঞ্জ, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, সেনপাড়া,সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, এমসি কলেজ প্রভৃতি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া ৩৩ কেভি কুমারগাঁও-এমসি কলেজ ফিডারের অধীনস্থ বালুচর ১নং মসজিদ থেকে নতুন বাজার, উত্তর বালুচর,আল-ইসলাহ, আরামবাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিবি গেইট ,কুমারপাড়া, ঝরনারপাড়, শাহী ঈদগাহ, নাইওরপুল পয়েন্ট, কাজী জালাল উদ্দিন স্কুল, কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, নেহার মার্কেট, জিন্দাবাজার, রায়নগর , দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরীপাড়া, মিতালী আ/এ, বৈশাখী আ/এ, আবহাওয়া অফিস ও আশপাশ এলাকায় বন্ধ থাকবে বিদ্যুতের সরবরাহ।

এদিকে, ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডারের আওতাধীন বড়বাজার, দারুসালাম মাদ্রাসা রোড, খাসদবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, রায়হোসেন গলি, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, ডিসি অফিস, সিটি কর্পোরেশন, সদর হাসপাতাল, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ্, কাজীটুলা, মিরবক্সটুলা, তাঁতীপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনীছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেপুর, ধোপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট প্রভৃতি এলাকায়ও মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না।

ওইদিন ভোর সোয়া ৫টা থেকে সকাল সোয়া ৮টা অবধি এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

Sharing is caring!

 

 

shares