Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
জৈন্তাপুর সীমান্ত দিয়ে গরু পাচার: আতঙ্কে জনগণ, নীরব প্রশাসন – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

জৈন্তাপুর সীমান্ত দিয়ে গরু পাচার: আতঙ্কে জনগণ, নীরব প্রশাসন

জুবায়ের আহমদ, জৈন্তাপুর থেকেঃ করোনা আতঙ্কে পুরো বিশ্ব। অদৃশ্য শত্রু মোকাবেলায় বৈশ্বিক সবরকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ। বসে নেই বাংলাদেশ। করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত প্রতিবেশী ভারতের সাথে বর্ডারসহ স্থলবন্দর বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। কিন্তুু সিলেটে বর্ডার সংলগ্ন জৈন্তাপুরের দৃশ্য আলাদা। এখানে সাধারন মানুষ করোনা আতঙ্কে থাকলেও প্রশাসনের নীরব ভূমিকায় কিছু অসাধু চোরাকারবারী নিজেদের স্বার্থে শত শত গরু ও মহিষ প্রতিদিন রাতে গাড়ীতে করে লালাখাল র্বডার দিয়ে অবৈধ ভাবে পাচার করছে। যার কারণে জৈন্তাপুরসহ সিলেটের আশে পাশের লোকজন অত্যন্ত ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে।

করোনায় নাকাল পুরো বিশ্ব। এই মুহূর্তে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে চোরাকারবারীরা ভারতে যাতায়াত করছে। এটা পুরো দেশের জীবনমান এর উপর হুমকি বলে সচেতন জনগণ অভিমত ব্যক্ত করছেন।

এ ব্যাপারে সিলেট ব্যটালিয়ান (৪৮বিজিবি)’র অধিনায়ক লে.কর্ণেল জামিল ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দস্তগীর এর সাথে যোগাযোগের অনেক চেষ্ঠা করা হলেও ফোনে পাওয়া যায় নি।

Sharing is caring!

 

 

shares