Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭, কারাগারে প্রেরণ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭, কারাগারে প্রেরণ

সিএনবাংলা ডেস্ক:: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে তাদের আটকের সময় মোবাইল টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দু’টি ট্রলার উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ।

আটককৃতরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বালীহারি গ্রামের মো. হিরু, বলদিয়া কাটাখালী গ্রামের ইয়াসিন হাওলাদার, উলিবুনিয়া গ্রামের ইয়াছিন বাহাদুর, নাজিরপুর উপজেলার বাইনারী গ্রামের সহিদুল ইসলাম, পশ্চিম বাইনারী গ্রামের লিটন শেখ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের শাহিন শেখ ও তাওহীদুল ইসলাম।

বানারীপাড়ার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, গত মঙ্গলবার রাত ১২টার দিকে আটককৃতরা দু’টি ট্রলারযোগে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাজার সংলগ্ন এলাকার ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দু’টি ট্রলারসহ ৭ জনকে আটক করেন। তবে এ সময় নাজিরপুর উপজেলার পশ্চিম বাইনারী গ্রামের কবির গাজী নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান চেয়ারম্যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বানারীপাড়া থানার পরিদর্শক জাফর আহম্মেদ জানান, আজ বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে বরিশাল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি-চুরির মামলা রয়েছে। আটককৃতরা মোবাইল টাওয়ারে চুরি করতে এসেছিলো বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক জাফর আহমেদ।

সিএনবাংলা/একেজে

Sharing is caring!

 

 

shares