Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
শ্রীমঙ্গলে ২ টাকায় অসহায়দের মধ্যে খাবার বিতরণ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

শ্রীমঙ্গলে ২ টাকায় অসহায়দের মধ্যে খাবার বিতরণ

সিএনবাংলা ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্য হেলপিং উইং’৷

কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী নিজেদের জমানো অর্থে মাত্র দুই টাকার বিনিময়ে প্যাকেট করা মানসম্পন্ন খাবার বিতরণ করছেন অসহায়দের মধ্যে।

সেবার মনমানসিকতা ও অসহায় মানুষকে ভালো খাবারের তৃপ্তি দিতে এক দল তরুণ মঙ্গলবার দুপুরে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে ওই সংগঠনের উদ্যোগে শতাধিক খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা পোলাও মাংস বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব অসহায় মানুষের হাতে এসব খাবার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন, ডা. এনাম উর রশীদ দিপু, সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, মডারেটর সিদ্দিকুল ইসলাম তানিম, রিমু চৌধুরী, তাসনিম চৌধুরী, রাকান মোহাম্মদ, ওয়াসিফ আহমদ, শ্রীজা বিশ্বাস প্রমুখ।

এ ব্যাপারে সংগঠনটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান বলেন, আমরা চাই না আমাদের সেবা ফ্রিতে নিয়ে কারও আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা দুই টাকা করে রাখি যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। যুবকদের এ উদ্যোগের সঙ্গে সমাজের বিত্তবানরাও শামিল হতে পারেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায়দের সেবা করার সুন্দর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

উল্লেখ্য, ইতিপূর্বে আরও কয়েকবার এভাবে দুই টাকার বিনিময়ে তারা শহরের অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন। সামনের দিনগুলোতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও সংগঠনের তরুণ সদস্যরা জানান।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares