Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
মাত্র ১০ হাজার ডলারের জন্য খুন হন পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

মাত্র ১০ হাজার ডলারের জন্য খুন হন পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ

স্টাফ রিপোর্টারঃপাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও গোকাডোর প্রধান নির্বাহী ফাহিম সালেহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আটককৃত ব্যক্তির পরিচয় জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তিনি সালেহর ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল।

নিউইয়র্ক টাইমস বলছে, হাসপিল ফাহিমের ১০ হাজার ডলার চুরি করেছিলেন। যদিও এ ব্যাপারে কোন ধরনের অভিযোগ করেননি তিনি। গোয়েন্দাদের ধারণা, এই টাকা ফেরত দেয়ার নাম করে এসেই ফাহিমকে হত্যা করে হাসপিল। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পুলিশ।

গত ১৪  জুলাই, ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়। তার একদিন আগে তাকে হত্যা করা হয়। পর ইলেকট্রিক করাত দিয়ে তার শরীর ৩২ টুকরো করে খুনী। বাংলাদেশে পাঠাও’র জনপ্রিয়তার পর, নাইজেরিয়া, লাওস ও কলম্বিয়ায় মোটরসাইকেল রাইড শেয়ারিং ব্যবসা বাড়িয়েছিলেন ৩৩ বছর বয়সী এ তরুণ উদ্যোক্তা।

সি.এন.বাংলা / মান্না

Sharing is caring!

 

 

shares