Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ভারতে আবারও হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৪ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ভারতে আবারও হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৪

ডেস্ক নিউজ :: এক সপ্তাহের ব্যবধানে ভারতের আবারও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চার রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন।

এর আগে গত সপ্তাহে দেশটির একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১৩ জন প্রাণ হারিয়েছিলেন।

বুধবার ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দেশটির সরকার নিহত রোগীর পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে প্রাইম ক্রিটিকেয়ার নামে বেসরকারি ওই হাসপাতালে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটির দ্বিতীয় তলা পুরোপুরি পুড়ে গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই হাসপাতলে কোনো করোনা আক্রান্ত রোগী ছিলেন না। অগ্নিকাণ্ডের পর ২০ রোগীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।

থানে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় চার রোগীর মৃত্যু হয়।

যদিও স্থানীয় বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে ওই চার রোগী মারা গেছে।

গত ২২ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মুম্বাইয়ের কাছে পালঘরে ভিরারের বিজয় বল্লভ কোভিড হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৩ জনের প্রাণহানি হয়।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares