Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
৬ কোটি ডোজ টিকা বাইরে বিক্রি করবে যুক্তরাষ্ট্র – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

৬ কোটি ডোজ টিকা বাইরে বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সিএনবাংলা ডেস্ক :: বিশ্বের বিভিন্ন দেশের কাছে অ্যাস্ট্রাজেনেকার ছয়কোটি ডোজ টিকা বিক্রি করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির।

তবে সঙ্গে এ কথাও বলেছে- যুক্তরাষ্ট্রের স্থানীয় চাহিদা মেটানোর পর অন্য দেশকে করোনার এ টিকা দেওয়া হবে।

মেক্সিকো ও কানাডাকে গত মাসে ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন।

অন্যদিকে ভারতে মহামারির দাপটে ভয়াবহ অবস্থা। এ অবস্থায় টিকা দিয়ে সাহায্য করে দেশটির পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেছেন বাইডেন।

সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেলে কয়েক সপ্তাহের মধ্যে ১ কোটি ডোজ টিকা বিদেশে রফতানি করা হবে।

পরে উৎপাদনের ওপর ভিত্তি করে আরও ৫ কোটি ডোজ টিকা রপ্তানি করা হবে।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares