Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কোন অনুষ্ঠানে একত্রে উপস্থিতি এক যুগেও কখনো দেখিনি:আরিফ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কোন অনুষ্ঠানে একত্রে উপস্থিতি এক যুগেও কখনো দেখিনি:আরিফ

স্টাফ রিপোর্টার: প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা,রাজনীতিবিদ,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ক্লাব সদস্যদের সরব উপস্থিতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ব্যতিক্রমি অনুষ্ঠান ‘ফ্যমেলি নাইট’ জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ‘ফ্যমেলি নাইট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার মোহাম্মদ আমিরুল ইসলাম পিএসসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমাদুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিপিএম,সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, সিলেট ওয়েমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, বিশিষ্ট ব্যবসায়ী পাবেল আহমদ।

বক্তারা সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। তারা বলেন অনলাইন প্রেসক্লাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে।

মেয়র আরিফুল হক চৌধুরী:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের আজকের এই “ফ্যামেলি নাইট” আমার জীবনে স্মরনীয় হয়ে থাকবে। কারণ আমি ইতোপূর্বে বিগত এক যুগেও দেখিনি কোন অনুষ্ঠানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এত কর্মকর্তার একত্রে উপস্থিতি এবং এতো দীর্ঘ অবস্থান। এ থেকে প্রমানিত হয় সিলেট অনলাইন প্রেসক্লাব প্রশাসনসহ সর্ব ক্ষেত্রে তাদের অবস্থান গড়ে তুলেছে।মেয়র বলেন গণমাধ্যম যত শক্তিশালী হবে আমাদের কাজ করতে তত সুবিধা হবে।

বিভাগীয় কমিশনার:
সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটের অনলাইন গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতোমধ্যে অনলাইন প্রেসক্লাব প্রশাসনসহ সর্বমহলে নিজেদের বিশেষ অবস্থান তৈরী করেছে। করোনাকালে সচেতনতা সৃষ্টিতে অনলাইন প্রেসক্লাব ব্যাপক অবদান রেখেছে এবং এর ধারাবাহিতা চলমান আছে। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশে ভবিষ্যতে অনলাইন গণমাধ্যম টিকে থাকবে। সিলেট অনলাইন প্রেসক্লাব দেশের অন্যান্য এলাকায় অনুকরণীয় হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ডিআইজি:
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, অনলাইন গণমাধ্যমে বর্তমানে অনেক শিক্ষিত এবং মেধাবী তরুণরা কাজ করছে যার ফলে দিন দিন অনলাইন গণমাধ্যম সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। অনলাইন গণমাধ্যম এর সাথে পাঠকের একটা সম্পর্ক থাকে এই মিডিয়াতে পাঠক তার অনুভূতি জানাতে পারেন। তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ জাতিকে দিক নির্দেশনা দেয়। আমরা অনলাইন প্রেস ক্লাবের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আশা করি।

জেলা প্রশাসক:
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের ভবিষ্যত খুবই উজ্জ্বল। ডিজিটাল বাংলাদেশে যত এগিয়ে যাবে অনলাইন গণমাধ্যম ও তত এগিয়ে যাবে।
তিনি বলেন যে সকল পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং যারা করেনি তাদের মধ্যে পার্থক্য রয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, আমি সিলেটের জেলা প্রশাসক হিসাবে এটি বলতে পারি সিলেট অনলাইন প্রেসক্লাবসহ যে তিনটি প্রেসক্লাব রয়েছে তারা অসাধারণ। বাংলাদেশের অন্যান্য স্থানে এমনটি লক্ষ্য করা যায় না।

জেলা পরিষদের প্রধান নির্বাহী:
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিত সিংহ বলেছেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের কর্মকান্ডের সাথে জেলা পরিষদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এদের মধ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব চমৎকার একটা অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন হয়ে থাকে। আজকের এই ফ্যামিলি নাইটও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন সিলেট অনলাইন প্রেসক্লাব করোনাকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুলিশ সুপার:
সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন বলেন, অনলাইন গণমাধ্যম দেশের মানুষকে সবার আগে সংবাদ এবং তথ্য প্রদান করছে যার ফলে অন্যান্য মিডিয়ার সাথে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে তবে এই প্রতিযোগিতা সুস্থ হওয়া বাঞ্ছনীয়।
অনেকে ফেসবুক লাইভ এবং অনলাইন সাংবাদিকতাকে এক করে ফেলেন এটা মোটেই সঠিক নয়। এই জায়গাতে একটা স্পষ্ট বিভাজন থাকা দরকার। তিনি বলেন সিলেট অনলাইন প্রেসক্লাবকে সিলেট জেলা পুলিশ ওন করে। সিলেট অনলাইন প্রেসক্লাব ইতিমধ্যে সবার কাছে নিজেদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক:
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, সংবাদ পরিবেশনের সময় তথ্য-উপাত্ত যাচাই করা করে সংবাদ প্রকাশ করলে কোন ধরনের গুজব সৃষ্টি হবার আশঙ্কা থাকে না । তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হয় এই গুজব গুলো প্রতিরোধে সিলেট অনলাইন প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক:
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, গুজব প্রতিরোধে সিলেট অনলাইন প্রেসক্লাব ব্যাপক ভূমিকা রাখছে করোনাকালীন সময়ে যখন প্রিন্ট মিডিয়া বন্ধ ছিল তখন অনলাইন গণমাধ্যম পাঠকের সংবাদ প্রাপ্তির চাহিদা মিটিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি সিলেট অনলাইন প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করি।

আল আজাদ:
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ বলেন, আমরা যখন ২০১০ সালের সিলেটে অনলাইন গণমাধ্যম এর যাত্রা শুরু করেছিলাম তখন অনেকেই নানা কথা বলেছিলেন। আজকে প্রমাণিত হয়েছে অনলাইন গণমাধ্যম একটি অপরিহার্য বিষয়। অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি নাইট এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেন পুরো সিলেট উঠে এসেছে। কারণ এখানে মেয়র, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।তিনি বলেন আজ স্পষ্ট হয়েছে অনলাইন গণমাধ্যম এবং ফেইসবুক লাইভ এর ভিন্নতা।

চেম্বার সভাপতি:
সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব বলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি নাইটের এই চমৎকার অনুষ্ঠানটি সত্যিই অতুলনীয়। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান টি আমরা সিলেট চেম্বারে অনুকরণ করব।

উইমেন চেম্বারের সভাপতি:
সিলেট চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের কাছে সিলেট উইমেন্স চেম্বার চির কৃতজ্ঞ। সিলেট অনলাইন প্রেসক্লাব নারী উদ্যোক্তাদের নানাভাবে সাহায্য সহায়তা এবং উৎসাহ প্রদান করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী কাবুলের সাবলীল উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। ক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুহিত দিদার, তথ্য-প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, কার্যকরী কমিটির সদস্য ফারহান বেগম হেনা ও মাসুদ আহমদ রনি আগত অতিথিদের অভ্যর্থনা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সিলেট প্রতিদিন সম্পাদক সাজলু লস্কর ও নিরাপদ নিউজের সিলেট প্রতিনিধি জহিরুল ইসলাম মিশু।

সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের প্রত্যাশা পূরণে সিলেট অনলাইন প্রেসক্লাব আগামী দিনে কাজ করে যাবে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি নাইট -২০২০  আনন্দ ও মনোমুগ্ধকর এক মিলনমেলায় পরিণত হয়। সেই সাথে বার্ষিক আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ উৎসব কে আরো প্রাণবন্ত করে তোলে।ছিল র্যফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার।
 অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ও তাদের পরিবারবর্গ, ক্লাব পরিবারের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ এবং আগত শিল্পীদের নিয়ে একসাথে নৈশভোজ , লাল সবুজের ক্ষুদ্র উপহার দিয়ে অতিথিদের বরণ অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

সম্মানিত অতিথিবৃন্দ নির্ধারিত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে  সিলেটের সাংবাদিকতা অঙ্গনে সিলেট অনলাইন প্রেসক্লাব অসাধারণভাবে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন। তারা অনলাইন গণমাধ্যম কর্মীদের প্রাণপ্রিয় এ সংগঠনের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনের বিশ্বে একক নেতৃত্ব দিবে অনলাইন মিডিয়া। সব কিছু হারিয়ে গেলেও অনলাইন গণমাধ্যম টিকে থাকবে অনন্ত কাল, বেঁচে থাকবে চিরকাল।

অতিথিবৃন্দ সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভ কামনা করেন। সেই সাথে টেকসই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
অতিথিবৃন্দকে সাথে নিয়ে অত্যন্ত হৃদ্যতা পূর্ণ অন্তরঙ্গ পরিবেশে গতকাল বুধবার নগরীর এক অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে পুরো অনুষ্ঠানটি সকলে উপভোগ করেন।

সিলেট মা ও শিশু হাসপাতালের সৌজন্যে  আর্কষনীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিয়োগীতার পুরস্কার বিতররণ করা হয় ক্লাব সদস্য সেলিম আহমদের সৌজন্যে।এ দুটির ব্যবস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম মিশু এবং মাসুদ আহমদ আহমদ রনি।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী রাজিয়া সুলতানা লাভলী, রানা শেখ ও আর এ রাখি।

সিএনবাংলা/ এম

Sharing is caring!

 

 

shares