Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ। শুক্রবার ঊর্ধ্বতন মালয় শাসকদের সঙ্গে সাক্ষাতের পর সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের আদেশ দেন রাজা। এতে মুহিইদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।

শনিবার রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে শপথ নেবেন সাবরি। বৃহস্পতিবারেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর পরবর্তী সরকার গঠনের অপেক্ষায় ছিলেন তিনি। গত সোমবার যে জোট সরকারের পতন হয়েছে সেই সরকারের এমপি’দেরই সমর্থন পেয়েছেন তিনি। খবর রয়টার্সের।

মালয়েশিয়ার রাজার প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ জনের সমর্থন পেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ৬১ বছর বয়সী ইসমাইল সাবরি।

নতুন প্রধানমন্ত্রী হিসাবে ইসমাইল সাবরির নিয়োগ নিশ্চিত হওয়ায় তিন বছর পর আবারও মালয়েশিয়ার শাসন ক্ষমতায় এল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টি, যাকে বলা হয় মালয়েশিয়ার ‘প্রাচীনতম দল’।

Sharing is caring!

 

 

shares