Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
এমসি কলেজে পাশবিক উন্মত্ততা তছনছ করেছে শিক্ষাঙ্গনকে – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

এমসি কলেজে পাশবিক উন্মত্ততা তছনছ করেছে শিক্ষাঙ্গনকে

সিরাজুল ইসলাম শাহীনঃ এমসি কলেজে পাশবিক উন্মত্ততা ! তছনছ শিক্ষাঙ্গন !! সঙ্কট উত্তরণে একটি প্রস্তাবনা : ” শিক্ষাঙ্গন শিক্ষক -শিক্ষার্থীদের ফিরিয়ে দিন ”।

শতবছরের গৌরবময় প্রতিষ্টান সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে নববধূ গণধর্ষণ সচেতন মহলে দিয়েছে প্রচন্ড ঝাঁকুনি। মানুষগড়ার আঙিনার বীভৎস চেহারায় স্থম্ভিত দেশবাসী। দেশের আধ্যাত্মিক রাজধানী পবিত্র সিলেট ভূমি শোকাভিভূত। লজ্জিত – বিক্ষুব্ধ সাবেক -বর্তমান এমসি পরিবার। ভবিষ্যৎ প্রজন্মের দুশ্চিন্তায় অসহায় অভিভাবক মহল জ্বলছে ক্ষোভের আগুনে। উদ্বেগ -উৎকন্ঠায় জাগ্রত প্রতিটি বিবেকবান দেশপ্রেমিক । এখানেই রয়েছে ঘুরে দাঁড়ানোর এক আশার আলো। প্রয়োজন হীন রাজনীতি – স্বার্থপরতার ঊর্ধ্বে উদার ও সাহসী পদক্ষেপ।

কোন বিচ্ছিন্ন ঘটনা এটি নয়। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক অঘটনের অনিবার্য্য দৃশ্যপট মাত্র। এ জন্য শুধুমাত্র ক’টি অমানুষ – বখাটের প্রতি ক্ষুব্ধ হওয়া অবান্তর। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সকল স্তরের মানুষ্য আকৃতির দানবীয় -বেপরোয়া -দায়িত্বহীন – প্রচন্ড স্বার্থপর- প্রতিহিসাপরায়ন ব্যক্তিবর্গের সংস্লিষ্টতা এখানে রয়েছে। যথার্থ আত্বোপলব্দি এবং প্রতিরোধের ব্যর্থতা আমাদের সকলেরই। সুতরাং দায় মাথায় নিয়ে দায়িত্ব পালনে যার যার অবস্থান থেকে সকল মহলকেই এগিয়ে আসতে হবে।

হীন রাজনৈতিক স্বার্থ উদ্ধারের স্বপ্ন মোটেই কাম্য নয়। মনে রাখতে হবে সাম্রাজ্যবাদী চক্রের ঘূর্ণিতে আমরা অনেক গভীর খাদে আছি। শর্ট-কার্ট কোন রাস্তা নেই। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। প্রতিপক্ষের হাত অনেক লম্বা – অপশন অগনিত। যথারীতি গেম শুরু হয়ে গিয়েছে। জনবান্ধব দলগুলো ঠিকমত মাঠে নামতে পারে না অথচ শেকড়হীন বি -টিম গুলো মাঠ কাঁপায় – লাইভ কাভারেজ পায়। বাম দলগুলো সারা দেশে এক সপ্তাহে যত লোক নামাতে পারেনি একটি শাখা তারচেয়ে বেশী কর্মী নিয়ে রাজধানী – নগরী কাপালেও মিডিয়ায় – আলোচনায় তাদের নামটুকু নেই। একযোগে দেশব্যাপী বার বার কর্মসূচী পালন করলেও কোন খবর নাই। মনে হয় যেন দেশের স্বার্থ শুধুমাত্র বাম – চরমোনাইরা বুঝেন। অথচ এ মাটিতে ফ্যাসিবাদী – দানবীয় শক্তির উত্থানে এদের প্রতিহিংসার রাজনীতি অনুঘটকের কাজ করেছে। তবে ব্যতিক্ৰম নূর বাহিনী। কিন্তু তাদের আরো সতর্ক থাকতে হবে।

নিকট সময়ের মত ইস্যুর স্রোতে এটি হারিয়ে যেতে পারে না। ভবিষ্যত প্রজন্মের গড়ে উঠার ঠিকানাগুলো রক্ষা করতে না পারলে জাতীয় অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন কেউই রেহাই পাবেন না। যুদ্ধবিধস্ত দেশে প্রভাব – ক্ষমতা -অর্থ সবই কখনো নিরর্থক হয়ে যায়। অর্জিত স্বাধীনতা হারিয়ে ফেললে করুন পরিণতি সকলকেই ভোগ করতে হবে । তাই দলমত নির্বিশেষে সক্রিয় হতে হবে। দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

” শিক্ষাঙ্গন শিক্ষক -শিক্ষার্থীদের ফিরিয়ে দিন ” – এই স্লোগানে সবাই আওয়াজ তুলতে পারেন। এ ক্ষেত্রে নিম্নোক্ত ৫ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা যায় : —

১) সকল শিক্ষা প্রতিষ্টানে অনির্দিষ্টকালের জন্য রাজনীতি নিষিদ্ধ থাকবে
২) বহিরাগতদের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে ( প্রতিষ্টানের আইডি ও গেইট পাস্ কার্যকর থাকবে )
৩) সকল ছাত্রাবাস খুলে মেধা ভিত্তিক – আইনানুগ ভর্তি ও পরিচালনা নিশ্চিত করা হবে।
৪) ক্যাম্পাস সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং-এর আওতায় থাকবে
৫) প্রতিষ্টানের নিজস্ব সহায়ক নিরাপত্তা টিম কার্যকর থাকবে।

অনেকটা দিবাস্বপ্ন হয়তো। কিন্তু অবাস্তব নয়। এমসি কলেজ বুকে ধারণ করছে যে পবিত্র নগরী – হজরত শাহজালাল (র:)-র এ মাটি থেকেই সম্ভব। শুধু মাত্র দু ‘ জনের দু:সাহসী সিদ্বান্তই যথেষ্ট। সহযোগিতা পাবেন নগরবাসীর অবারিত। মাননীয় পররাস্ট্র মন্ত্রী ও মেয়র মহোদয় কি পারবেন ?

সিলেট মহানগরীর কলেজ -বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষকদের ডেকে সাহস দেবেন। অথর্ব – দলকানাদের সরিয়ে সেই সাহসীদের খুঁজে নিয়ে দায়িত্ব দিবেন যারা এ অভিযানে জীবন দিয়ে ক্যাম্পাসে নিজের কবর থাকার স্বপ্ন দেখেন। প্রশাসনকে সহযোগিতার নির্দেশ প্রদান করবেন। নিজ দলীয় নেতাদের প্রতিস্টানে নাক গলানো নিষিদ্ব করে দেবেন। নিজেরা ক্যাম্পাস পরিদর্শন করবেন যখন তখন। নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ মিশন মনে করে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া নিশ্চিত করবেন। সমগ্র সিলেট বাসীর সর্বাত্বক সমর্থন – ভালবাসায় তাঁরা হতে পারেন সিক্ত – দেশবাসীর সামনে অনন্য উদাহরণ। সিলেটের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ড. মোমিন আর উন্নয়ন বন্ধু খ্যাত আরিফ ভাইয়ের কাছে নিজ শহরবাসী এটুকু আশা রাখতেই পারে।

অতন্দ্র প্রহরীর মত সমগ্র সিলেটবাসীকে জাগ্রত থাকতে হবে। সার্বিক চাপ অব্যাহত রাখতে হবে । দেশে -বিদেশে সকলকে এগিয়ে আসতে হবে দু ‘ হাত বাড়িয়ে । হারানো গৌরব পুনরুদ্ধারে – সাম্প্রতিক লজ্জা কেটে জাতীয় সংকট উত্তরণে সকলেই হতে পারেন অংশীদার।

সাবেক ছাত্র এম সি কলেজ। ১৯৮৫-৮৬ ব্যাচ।

Sharing is caring!

 

 

shares