Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিকল্প নেই:মিন্টু চৌধুরী – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিকল্প নেই:মিন্টু চৌধুরী

 

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ( ৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃরুবাইয়া আহমেদ,উপ-সহকারী সহকারী সার্জন ডাঃসুরনজিৎ পুরকায়স্থ,সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্মৃতি দাস, ফারহানা মালেক জয়া, ক্যাশিয়ার আমান আহমদ।

উপস্থিত ছিলেন আবু বকর তালুকদার, লায়লা নূর, ডলি রাণী, রাছনা বেগম, নুরু উদ্দিন রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিকল্প নেই।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আন্তরিকতার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করলেই আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মা ও শিশুদের সুস্থ রাখতে সক্ষম হবো।

তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সময়মত শিশুদেরকে টিকা খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান

সিএনবাংলা /শোভন

Sharing is caring!

 

 

shares