Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
অবৈধভাবে ভারত অনুপ্রবেশের দায়ে তাহিরপুরের চার বাংলাদেশী শ্রমীক আটক – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

অবৈধভাবে ভারত অনুপ্রবেশের দায়ে তাহিরপুরের চার বাংলাদেশী শ্রমীক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে কয়লা উত্তলেকালে বাংলাদেশের সীমানা পেরিয়ে অবৈধভাবে ভারত সীমানায় অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশী কয়লা শ্রমীককে রবিবার (৪ আক্টোবর) আটক করেছে র্বডারর্গাড বাংলাদেশ বিজিবি।

বিজিবি সৃত্রে জানাগেছে,সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধীনস্থ লাউরগড় বিওপির সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট।

৪ জন বাংলাদেশী শ্রমীক যাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের জন্য বাংলাদেশ সীমানা অতিক্রম করে, ভারতের ৫০ গজ অভ্যন্তরে।পরর্বতীতে ফেরত আসার সময় ওই ৪ জন বাংলাদেশীকে যুবককে করে লাউরগড় বিওপির টহল দল।

আটককৃতরা হলেন,তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে মোঃশহিদুর রহমান (৪৫)এখই ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মৃত সাবুদ আলীর ছেলে জামাল(২১) পুরান লাউড়েরগড় গ্রামের আঃ গফুর মিয়ার ছেলে হারিছ মিয়া (৩৮),অপরজন হলো বিশ্বম্ভর উপজেলার চিনাকান্দি গ্রামের শরিফগঞ্জ গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে লাক মিয়া (২২)।

সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাক্সুদুল আলম জানান,আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্তুতি চলছে।

সিএনবাংলা /শোভন

Sharing is caring!

 

 

shares