জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাইলগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ এর উদ্যোগে সহযোগী প্রতিষ্ঠান দারুল উলুম মোবাশ্বার উল্লাহ একাডেমি (পীরেরগাঁও) এর প্রতিষ্ঠাতা মো. এনামুল ইসলাম এর অর্থায়নে বৃক্ষরোপন অভিযান ২০২০ বাস্থবায়ন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বৃক্ষরোপনের পূর্বে আলোচনা সভায় মো. আব্দুল কাদির ও মশিউর রহমান মধুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বর্তমান মেম্বার আবু বকর মধু, সমাজ সেবক মানিক মিয়া, আব্দুল কাইয়ূম, স্বেচ্ছাসেবক মো. হেলিম উদ্দিন প্রমুখ।
এ সময় সাবেক মেম্বার হাজী মমিন উল্লা, স্বাধীন বাজারের সভাপতি কাজী মাওলানা হাফিজুর রহমান, আকামত উল্লাহ, সাবেক মেম্বার ফারুক মিয়া, স্বাধীনবাজারের সাবেক সভাপতি মো. শাহাজান মিয়া, মুকিত মিয়া, হাড়গ্রাম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, হাড়গ্রাম জামে মসজিদের নুর আহমদ, সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ১০০ টি গরিব পরিবারের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
সিএনবাংলা/শোভন