Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

সিএনবাংলা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭ জনে দাঁড়াল।

আর দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৫২ হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ১৪ হাজার ১৬৪টি। এ সময়ে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা হলো দুই লাখ ৬০ হাজার ৭৯০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুরে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ। আর মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ শতাংশ), নারী এক হাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ শতাংশ)।

সিএনবাংলা / এম

Sharing is caring!

 

 

shares