জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলা ১৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এর মধ্যে ১৫৩ জন সুস্থ্য হয়েছেন।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর ) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তি জগন্নাথপুর পৌরসভার
বাসুদেববাড়ি এলাকায় বাসিন্দা।
রোববার ( ২০ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫৩ জন। অপর আক্রান্ত ১১ জন হোম আইসোলেশনে আছেন।
সিএনবাংলা /শোভন