Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
এম সি কলেজে মুরারিয়ান ব্যাচ ৮৮’র বৃক্ষরোপণ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

এম সি কলেজে মুরারিয়ান ব্যাচ ৮৮’র বৃক্ষরোপণ

সিএনবাংলা ডেস্কঃ মুরারিয়ান ব্যাচ ৮৮ (সাবেক মুরারী চাঁদ ইন্টারমিডিয়েট কলেজ) সিলেটের উদ্যোগে রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স, রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট সাউথ, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট মিড ডাউনের সহযোগিতায় এবং রোটারিয়ান পিপি মোঃ দিলওয়ার হোসেইনের নেতৃত্বে চলমান বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে  ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট এম সি কলেজ মহিলা হোস্টেল প্রঙ্গনে পরিবেশ সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমা হক খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান দিলওয়ার হোসেইন, রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের সভাপতি রোটারিয়ান শংকর কুমার ধর।

উপস্থিতি ছিলেন ৮৮ ব্যাচের সাবেক ছাত্র টুটুল চৌধুরী, মিজানুর রহমান, রেজা চৌধুরী, হুমায়ুন মজিদ টিটু, মোঃ সামছুল আলম, দেব দুলাল পাল, রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের প্রতিষ্ঠাতা সভাপতি রোটার‌্যাক্টর রিনা বেগম, আইপিপি রোটার‌্যাক্টর শেখ সুহিন মিয়া, সভাপতি রোটার‌্যাক্টর আব্দুস সহিদ সাদেক, সচিব আব্দুল্লা আল ফাহাদ, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স সভাপতি ইন্টার‌্যাক্টর কামরুল ইসলাম, সচিব শেখ ইশরাত জাহান, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা’র সভাপতি রাতুল চৌধুরী জয়, সচিব আজিম আহমেদ, পিপি ইমরান আলী, আইপিপি নুর আলম, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট সাউথের সহ সভাপতি সজিব চন্দ্র, ইন্টার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিনের সভাপতি মহসিন, সচিব রিফাত সহ অন্যান্য রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্টবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাসিমা হক খান মুরারিয়ান ব্যাচ ৮৮ এর নেতৃবৃন্দ সিলেট এম সি কলেজ মহিলা হোস্টেল প্রঙ্গনে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের স্থান বেছে নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, গাছ মানুষের পরমবন্ধু। গাছ মানুষকে প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে। তাই সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে।

তিনি বলেন, কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করায় শিক্ষার্থীরা গাছ সম্পর্কে জ্ঞান লাভ করে গাছের ফল খাওয়ার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে সক্ষম হবে। তিনি পৃথিবীর বড় শিল্প বৃক্ষরোপণ, এ ধরনের মহতী অনুষ্ঠানে সবাই অংশ গ্রহণ করায় ধন্যবাদ জানান।

পরে নেতৃবৃন্দ দিনব্যাপী সিলেট এম সি কলেজ মহিলা হোস্টেল প্রঙ্গনে পরিবেশ সৌন্দর্য বর্ধনে প্রায় ৩ শতাধিক ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি

 

সিএনবাংলা/এসকেএআর

Sharing is caring!

 

 

shares