জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা নিয়ে সিটি এজেন্ট ব্যাংকিং যাত্রা শুরু করেছে। গ্রাহকদের সকল ব্যাংকিং লেনদেন সহজিকরণ এবং ব্যাংকিং সেবা সমূহ সাধারন
মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর
উপজেলার রানীগঞ্জ বাজারে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রানীগঞ্জ পূর্ব বাজারে কম্পিউটার গ্যালারীতে
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও রানীগঞ্জ
বাজার আউটলেট শাখার এজেন্ট গোলাম সারোয়ারের পরিচালনায় আলোচনা সভার
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়নার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন
তরুন সাংবাদিক দুলন মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এজেন্ট
ব্যাংকিংয়ের এ.ডি.পি এবং রিজিওনাল হেড মীর আবু সায়েম। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন সিলেট এজেন্ট ব্যাংকিংয়ের এসোসিয়েট ম্যানেজার সুধেন্দু রঞ্জন
দত্ত, সিলেট এজেন্ট ব্যাংকিংয়ের অফিসার আশীষ আচায্য, জগন্নাথপুর সিটি
ব্যাংকের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মো. শায়েক আহমদ কবিরী, রানীগঞ্জ ইউনিয়ন
পরিষদের সচিব আব্দুল গফুর, রানীগঞ্জ বাজার ব্যবসায়ী শাহিন তালুকদার, সমাজ
সেবক ইউকে প্রবাসী তকলিছ মিয়া।
এ সময় রানীগঞ্জ বাজার ব্যবসায়ী অতিন্দ্র সূত্রধর, ডা. রাজু দাশ, সমাজ সেবক
জামির আলী, ইউনিয়নের গ্রাম আদালতের সহকারী শরিফুল ইসলাম, সমাজ সেবক
ইকবাল হোসেন, বাজার ব্যবসায়ী আকরাম হোসেন, রজত রায়, সিটি এজেন্ট
ব্যাংকিংয়ের রানীগঞ্জ বাজার আউটলেট সার্ভিসের সেকেন্ড ম্যানেজার আবু বক্কর,
বাজার ব্যবসায়ী আল আমিন ইসলাম, সাদ্দাম হোসেন মায়া, শফিজুর ইসলাম,
আহমদ খান, আবু হেনা সৌরভ, নুর হোসেন, আল আমিন সহ এজেন্ট
ব্যাংকিংয়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফিতা কেটে
এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়।
সিএনবাংলা/মান্না