Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ইতিহাসে ৫ সেপ্টেম্বর – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ইতিহাসে ৫ সেপ্টেম্বর

সিএনবাংলা ডেস্ক :: আজ ০৫ সেপ্টেম্বর ২০২০, বুধবার। ২১ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৭ তম (অধিবর্ষে ২৪৮ তম) দিন। ২০০৯ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মৃত্যুবরণ করেন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬১২ – চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬ – গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান।
১৭৬৩ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৯০৫ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০ – রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন।
১৯৭২ – মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলিকে হত্যা করে।
১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।
২০০০ – প্রশান্ত মহাসাগীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১১৮৭ – অষ্টম লুইস, ফ্রান্সের রাজার জন্ম।
১৭৭৪ – ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পারের জন্ম।
১৮৮৮ – স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন।
১৯৫৪ – রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০ – বাংলাদশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
১৯৭৯ – আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী (সরোদিয়া)।
১৯৯১ – ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।

মৃত্যু:

১১৬৫ – নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬ – তুর্কী সুলতান সোলাইমান আজম।
১৭৮৬ – পর্যটক জন হ্যানয়, ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭ – অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮৫৯ – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত হন।
১৯৭৪ – বাংলার লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীম।
১৯৯৭ – মাদার তেরেসা।
২০০৯ – সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares