Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
সিলেট সদরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

সিলেট সদরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

সিএনবাংলা ডেস্ক :: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের মোটরঘাট এলাকায় দুপক্ষের  মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টম্বর) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

জানা যায়, রাতারগুল জলাবনে মোটরঘাটে নৌকা চালিয়ে ১৩০টি পরিবার জীবিকা নির্বাহ করে আসছিলো। সম্প্রতি মোটরঘাটের খেয়াঘাটটি নতুন করে ইজারা দেয়া হয়। বুধবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।

বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন গণমাধ্যম কে জানান, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। বুধবার নতুন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে যান জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন। এসময় পুরাতন ইজারাদার আরও কিছুদিন ঘাটটি তার কাছে রাখতে চেয়েছিলেন। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares