Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
তাহিরপুরে রোগীদের পালস মাপার অক্সিমিটার প্রধান করলেন’ইউএনও – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

তাহিরপুরে রোগীদের পালস মাপার অক্সিমিটার প্রধান করলেন’ইউএনও

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সারাদেশে বৈশ্বিক মহামারি (কোভিড-১৯)করোনা ভাইরাস প্রার্দুভাব দেখা দিয়েছে।সারা দেশের ন্যায় করোনা ভাইরাসে সংক্রমণে তাহিপুরে ৫৩ জন পুরুষ-মহিলা সংক্রমিত হয়েছেন।সদর হাসপালে র্ভতিকৃত করোনা রোগী সহ সকল জটিলতম রোগীদের পালস দ্রুততার সাথে মাপার জন্যে,সোমবার (৩১ আগস্ট) হাসপাতালে ১০টি পালস অক্সিমিটার প্রধান করেছেন,তাহিরপুর উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) পদ্মাসন সিংহ।

পালস অক্সিমিটারধারা র্কত্যরত চিকিৎসকগণ করোনা আক্রান্ত রোগী সহ অন্যান্য রোগীদের অক্সিজেন সেচুলেশন দ্রুতার সাথে পরীক্ষা করতে পারবেন।এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর হাসাপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডা.মো.ইকবাল হোসেন,উপজেলা চেয়ারম্যান করোনা সিন্ধু চৌধুরী বাবুল,সদর (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন,ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ। তাহিরপুর উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) পদ্মাসন বলেন,সারা দেশে মহামারি করোনা ভাইরাস প্রার্দুভাব দেখা দিয়েছে।

সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।উপজেলা হাসপাতালে র্ভতিকৃত করোনা রোগীদের পালস মাপার সুবির্ধাতে ১০টি অক্সিমিটার প্রধান করা হয়েছে।

সি এন বাংলা /শোভন

Sharing is caring!

 

 

shares