Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ক্রিকেটার ইমরুলের আফসোস – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ক্রিকেটার ইমরুলের আফসোস

সি.এন.বাংলা স্পোর্টস ডেস্কঃ বর্তমানে সবচেয়ে অবহেলিত ক্রিকেটারের নাম করলে সবার আগে উঠে আসে ওপেনার ইমরুল কায়েসের নাম। তবে এখনো পর্যন্ত তিনি দমে যান নি। দলে যায়গা করে নেওয়ার লড়াইয়েই ব্যস্ত আছেন। বিডিক্রিকটাইমের একটি লাইভ আড্ডায় নিজের জাতীয় দল ঘিরে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ইমরুল। তার বর্ণনা হুবহু তুলে ধরা হলো-

“হুট করে দলে ডাক পেয়ে ভালো করা সহজ বিষয় না। আপনার ফিটনেস কেমন, কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেসব বিবেচনা করা উচিত। যখন আপনি খারাপ খেলবেন তখন কিন্তু এসব বিষয় উঠে আসে। যখন ভালো খেলবেন, ও তো জাতীয় দলে আছে, ভালো করছে। আমি যতদিন খেলব ততদিন জাতীয় দলে খেলার লক্ষ্য নিয়ে খেলে যাব। যার জন্য আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখি, কঠোর পরিশ্রম করি। আমি যেদিন দেখব জাতীয় দলে খেলার আশা নেই তখন হয়তোবা আমার মাইন্ডসেট পরিবর্তন করব।”

এছাড়া দলে মাঝেমধ্যে ডাক পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন,” আমার উপর আস্থা ছিল দেখেই আমাকে ডাক দেয়।’  আমার উপর আস্থা না থাকলে কিন্তু আমার জায়গায় অন্য ক্রিকেটারকে নিত। আমি ওইভাবে নিজেকে প্রস্তুত করেছি বিধায় তাদের আস্থা অর্জন করতে পেরেছি।”

ইমরুলের জন্য জাতীয় দলে যাওয়া-আসাটা নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। ২০১৮ সালে এশিয়া কাপের মতো টুর্নামেন্টের মাঝপথেই জাতীয় দলে ডাক পান তিনি।সুযোগ পেয়ে বুঝিয়ে দিয়েছিলেন নির্বাচকদের যে তিনি যে কোনো পজিশনেই নির্ভরযোগ্য। নিজের পছন্দের পজিশনে ব্যাটিং করতে না পারলেও আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। লাইভ আড্ডায় সেই ইস্যুতেও কথা বলেন ইমরুল

 

Sharing is caring!

 

 

shares