Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
লেবাননের সীমান্তে ফসফরাস বোমা নিক্ষেপ করেছে ইসরাইল – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

লেবাননের সীমান্তে ফসফরাস বোমা নিক্ষেপ করেছে ইসরাইল

সিএনবাংলা ডেস্ক :: দক্ষিণ লেবানন সীমান্তে ফসফরাস বোমাবর্ষণ করেছে ইসরাইল। লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বেলায় ইসরাইলি বাহিনী সীমান্তবতী হুলা এবং মেইস আল-জাবাল শহরে কয়েক ডজন বোমাবর্ষণ করে।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় ইসরাইলি সেনারা সীমান্তে গোলা বর্ষণ করে। এসময় ওই এলাকার ইহুদি বসতি স্থাপনকারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলা হয়।

ইসরাইলের চ্যানেল-১২ এ খবর নিশ্চিত করে বলেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন উত্তরে অবকাশ যাপন করছেন তখন এই গোলাবর্ষণের ঘটনা ঘটলো।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, গোলাবর্ষণের পর ইহুদিবাদী ইসরাইলের কয়টি এয়ারক্রাফট লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে।

সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন যোদ্ধা শহীদ হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে এই বোমাবর্ষণের ঘটনা ঘটলো।

সূত্র : পার্সটুডে

সিএনবাংলা/একেজে

Sharing is caring!

 

 

shares