Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়তে পারে – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়তে পারে

সিএনবাংলা ডেস্ক :: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আজ ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য।

আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে। ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের ভার্চুয়াল সভা হয়েছে বলেও জানা গেছে।

এর আগে রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অবস্থা তৈরি হয়নি। স্কুল খুললে অভিভাবকরা চলে আসবেন। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলব কেন? পরিস্থিতির উন্নতি হওয়ায় কিছু দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আবার তা বন্ধ করে দিতে হয়েছে।’ সচিব বলেন, ‘সে জন্য আমরা মনে করছি, আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেব স্কুল কখন খোলা যায়।’

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিএনবাংলা/একেজে

Sharing is caring!

 

 

shares