Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
মিরপুরে প্রাথমিক অধিদপ্তরে ঘেরাও চলছে দপ্তরিদের – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

মিরপুরে প্রাথমিক অধিদপ্তরে ঘেরাও চলছে দপ্তরিদের

সিএনবাংলা ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা চাকরি জাতীয়করণ, বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘিরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন । তারা এখন অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫ হাজার দপ্তরি কাম প্রহরী সমাবেত হয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ব্যানার হাতে নিয়ে অবস্থান করতে দেখা গেছে তাদের।

আন্দোলনকারীরা জানায়, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি বিদ্যালয়ে চাকরি করেও তারা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছেন না। অমানবিক ও নজিরবিহীনভাবে তাদের দিনে দাপ্তরিক কাজ ও রাতে প্রহরীর দায়িত্ব পালন করতে হচ্ছে।

তাদের দাবি, ২০১৩ সালে এই পদে নিয়োগের পর থেকেই তাদেরকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই দপ্তরি কাম প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তর, কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন, কাজের ধরন নির্ধারণ ও অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে তারা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম-আহ্বায়ক মামুন সরদার জানান, নিয়োগকৃত ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরীদের ওপর অমানবিক নির্যাতন হচ্ছে। তারা দিনে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ, টয়লেট পরিষ্কার, বাগান পরিষ্কার ও দাপ্তরিক কাজ করেন। রাতে আবারও তাদের বিদ্যালয় পাহারার কাজ করতে হয়।

তিনি আরও জানান, তাদের চাকরি এখনো রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না। সঠিক কর্মঘণ্টা নির্ধারণ হচ্ছে না। এসব কারণে বাধ্য তারা অধিদপ্তর ঘেরাও করে দাবি বাস্তবায়নের চেষ্টা করছেন।

তাদের দাবিগুলো বাস্তবায়নের ঘোষনা না পাওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম-আহ্বায়ক।

এ বিষয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে।

সিএনবাংলা/একেজে

Sharing is caring!

 

 

shares