Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
এম সি কলেজে রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের বৃক্ষরোপণ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

এম সি কলেজে রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্টঃ রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের সহযোগিতায় ও রোটারিয়ান পিপি মোঃ দিলওয়ার হোসেইন এর উদ্যোগে চলমান বৃক্ষ রোপণ কর্মসূচি এবং সিলেট এম সি কলেজ মহিলা হোস্টেল প্রঙ্গনে পরিবেশ সৌন্দর্য বর্ধনের উদ্বোধনী অনুষ্ঠান ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এম সি কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান মোহাম্মদ সালেহ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট আফতাব চৌধুরী।

উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোঃ দিলওয়ার হোসেইন, পিপি জয় মোহন সিংহ, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শংকর কুমার ধর, সেক্রেটারী গোলাম হামীদ বাবুল, ট্রেজারার রোটারিয়ান রেবেকা জাহান রোজী, রোটারিয়ান রায়হানা চৌধুরী, খাদেজা জামান চৌধুরী প্রমুখ।

এছাড়াও ইন্টারেক্ট ক্লাব অব এলিগ্যান্সের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এম সি কলেজে মহিলা হোস্টেল প্রাঙ্গণের সম্পূর্ণ বৃক্ষরোপনের মাধ্যমে সুন্দর্য বর্ধনের দায়িত্ব নেওয়ায় রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের সকল রোটারিয়ানদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই, তাই পরিবেশ এর স্বার্থে সবাইকে বেশী বেশী গাছ লাগাতে হবে। বক্তারা বলেন, বৃক্ষ প্রতিনিয়ত আমাদের অক্সিজেন দিচ্ছে তাই বৃক্ষ রোপনের উপর সামজিকভাবে জোর দিয়ে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, বৈশ্বিক বন্ধুত্ব বৃক্ষরোপণ, গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান সামনে রেখে রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের চলমান বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে।

Sharing is caring!

 

 

shares