Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

গোয়াইনঘাট প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রাদূর্ভাবে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্য বিধি মেনে আজ সোমবার (১৭ আগস্ট) থেকে তামাবিল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে গত ১৯ মার্চের পর থেকে তামাবিল স্থল বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। বিগত কয়েক দিন ধরে স্থল বন্দরের ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সাপেক্ষে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কয়েকটি বিধি নিষেধ মেনে এই স্থল বন্দরটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। চালু হওয়ার পর আজ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভারতীয় পাথরবাহী ৩টি এবং ফলবাহী ১টিসহ মোট ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে তামাবিল কাস্টমস সূত্রে জানা গেছে। এ বিষয়ে তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সজিব মিয়া বলেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে এই বন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি চালু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে স্থল বন্দর প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় পণ্য নিয়ে আসা ভারতীয় প্রতিটি ট্রাককে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় বাধ্যতামূলক ভাবে স্যানিটাইজ করা হবে। এছাড়াও তামাবিল ইমিগ্রেশনে নিয়োজিত মেডিকেল টিম ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর তাদেরকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলেও তিনি জানান।

সিএনবাংলা/ মান্না

Sharing is caring!

 

 

shares