Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
ট্রেনে অন্যের টিকেটে ভ্রমন করলে তিন মাসের কারাদন্ড – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

ট্রেনে অন্যের টিকেটে ভ্রমন করলে তিন মাসের কারাদন্ড

সিএনবাংলা ডেস্কঃ ভ্রমণের জন্য ক্রয় করা ট্রেনের টিকেট অন্য কাউকে হস্তান্তর বা অন্যের টিকেটে ভ্রমণ করলে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনে ভ্রমণের জন্য ক্রয় করা টিকেট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকেট হস্তান্তরযোগ্য নয়। কেবলমাত্র যে যাত্রীর ভ্রমণের জন্য দেওয়া হবে তিনি সুনির্দিষ্টভাবে যেসব স্থানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে সেই স্থানগুলোর মধ্যে প্রযোজ্য হবে। যদি কোনো যাত্রী ট্রেনে ভ্রমণের নিজ টিকেট, রিটার্ন টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকেট কারও কাছে হস্তান্তর বা বিক্রয় করে তাহলে তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

অনুরূপভাবে টিকেটের ক্রেতা অন্যের টিকেট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে তিনি একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত হবেন।

অন্যের নামে ক্রয় করা টিকেটে রেলভ্রমণ থেকে বিরত থাকতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সিএনবাংলা/এনএএ

Sharing is caring!

 

 

shares