Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন

সিএনবাংলা ডেস্কঃ  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৩৬৫ জনে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে আরও জানানো হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১১ হাজার ৭৩৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে ২ হাজার ৬১১ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৭ শতাংশ।

মৃত ৩২ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে,  তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬৫৫ জন, ৭৮.৯০ শতাংশ এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭১০ জন, ২১.১০ শতাংশ।

বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন ।

সিএনবি / মান্না 

Sharing is caring!

 

 

shares