Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
জয়পুরহাটের আক্কেলপুরে করোনায় আক্রান্ত হয়ে সাবেক অধ্যক্ষের মৃত্যু – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

জয়পুরহাটের আক্কেলপুরে করোনায় আক্রান্ত হয়ে সাবেক অধ্যক্ষের মৃত্যু

জান ঈ আলম অপু (জয়পুরহাট জেলা প্রতিনিধি)-ঃ
জয়পুরহাট এর আক্কেলপুরে করোনা আক্রান্ত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক আহম্মেদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ নিয়ে আক্কেলপুর উপজেলায় মৃতের সংখ্যা দাড়ালো ৫

উপজেলা প্রশাসন ও পরিবার সূত্রে জানা গেছে,আক্কেলপুর পৌরসভার হাজিপাড়া গ্রামের বাসিন্দা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত ফারুক আহমেদ গত কয়েকদিন আগে কোভিড-১৯ এ আক্রান্ত হন।প্রথমে তাকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হলেও শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়।সেখানে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বগুড়া আজিজুল হক কলেজে প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

গত কয়েকদিনে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের মাতাপুর গ্রামের আবুল কালাম আজাদ(৭২),তার স্ত্রী কানিজ ফাতেমা(৫৮),সোনামূখী ইউনিয়নের ভদ্রকালী গ্রামের আবুল হোসেন (৬৮) এবং কাশিরা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীভিটা গ্রামের আব্দুল ওয়াদুদ(৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
আক্কেলপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩৮জনের নমুনা পরীক্ষা করা হয় এবং এর মধ্যে ৮জন এর পজিটিভ এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন,’করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদেরকে উপজেলা প্রশাসন এর তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রটোকল অনুযায়ী সৎকার করানো হচ্ছে।এবিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।এখনি সকলকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।তা না হলে আগামীতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিবে।’

Sharing is caring!

 

 

shares