Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউ কে’র খাদ্য সামগ্রী বিতরণ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউ কে’র খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ  বৃটেনে অবস্থানরত বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার উলামায়ে কেরামদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়ক ও এশয়াতুল উলুম বারোকুট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুল হক লক্ষীপাশী।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল।

হাফিজ মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় জন্মান্ধ হাফিজ মাওলানা খলিলুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন জামেয়া বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাবসায়ী মাওলানা তাজুল ইসলাম হাসান, আল জামিয়াতুল ইসলামীয়া দাফুল উলুম দাঁড়িপাতনের মুহতামিম মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইমদাদুল হক নোমানী, রাণাপিং মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা আশরাফ আলী, শিক্ষাবিদ মাষ্টার নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা বুরহান উদ্দিন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা আব্দুস সামাদ, ছাত্রনেতা এম জাবের আহমদ, রুহুল আমীন, সাইফুর রহমান সয়েফ, সালমান আহমদ, ওলিউর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহিন আহমদ ফামান প্রমুখ।

গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে এর আগেও বর্তমান করোনা পরিস্থিতিতে গত রমজান পূর্ববর্তী ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে ২বারে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামদের কল্যাণে কাজ করে যাবে। উলামায়ে কেরামদের সমন্বয় সাধন, ইসলামী শিক্ষার প্রসারে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে অগ্রণী ভূমিকা পালন করবে।

সিএনবাংলা/মান্না

Sharing is caring!

 

 

shares