Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৩১ লাখ – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি, মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৩১ লাখ

সিএনবাংলা ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩১ লাখ। সুস্থ হয়েছেন সাড়ে ১২ কোটিরও বেশি করোনা রোগী। একদিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জনের শরীরে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৬৮৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের প্রাণ গেছে করোনায়। এ ছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares