Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
শ্রীমা সারদা সংঘের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

শ্রীমা সারদা সংঘের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সিএনবাংলা ডেস্ক :: সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, সেবার মাধ্যমে অন্তর্নিহিত দেবত্ত্বকে প্রতিষ্ঠা করে শ্রীমার আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেছেন, “আত্মনো মোক্ষাথং জগদ্বিতায়চ।” তিনি নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।

তিনি শ্রীশ্রী মায়ের বাড়ি দেবপুর সিলেটে গতকাল ২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২টায় শ্রীমা সারদা সংঘের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নমিতা ধরের সভাপতিত্বে ও পাপিয়া চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টেৱ সভাপতি, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ, সিলেট ম্যাটসের সত্ত্বাধিকারী রোটারিয়ান বিমলেন্দু পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক কবি বিনতা দেবী। বৈদিক মন্ত্র পাঠ করেন সৃজনী রায় ও তন্বী রায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। সংগীত শিল্পী প্রদীপ দে গেয়ে শোনান “তুমি সতেরও মা, অসতেরও মা, বাহিরে অন্তরে।”
সাংস্কৃতিক সম্পাদিকা হেপী দে শিল্পীর পরিচালনায় গীত হয় “সদা অন্তরে জপ সারদা নাম”, “জয় জয় জননী, জয় শ্রী সারদা মণি, করুণারূপিনী জয় মা”।

সহ সাংস্কৃতিক সম্পাদিকা শিক্ষয়িত্রী জয়তি ঘোষ লোনা পরিবেশন করেন “আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য কর, এ জীবন পূণ্য কর।”
সংঘের প্রাক্তন সভানেত্রী প্রণতী দে কায়া-কে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করায়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। তাদেরকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট শরদিন্দু পাল, মায়ের সেবাব্রতী শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, ডাঃ মালা দে রাণী মান্না, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার সহ শ্রীশ্রী মায়ের অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী। শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সিএনবাংলা/জীবন

Sharing is caring!

 

 

shares