Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
কমলগঞ্জে নিখোঁজের দুইদিন পর চা শ্রমিকের লাশ উদ্ধার – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

কমলগঞ্জে নিখোঁজের দুইদিন পর চা শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম  (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী পার হতে গিয়ে নিখোঁজ ধলই চা বাগানের চা শ্রমিক রামেশ্বর গড় (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নিখোঁজের দুই দিন পর পৌর এলাকার ধলাই নদীর রেলওয়ে সেতুর পাশ থেকে ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিটের উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করে।
গত বুধবার দুপুরে ধলাই নদী পাড় হতে গিয়ে পানিতে তলিয়ে যায় চা শ্রমিক রামেশ্বর গড়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে অভিযান চালান।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দল ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে পানিতে তলিয়ে যাওয়া চা শ্রমিককে উদ্ধারে অভিযান চালানো হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ চা শ্রমিকের সন্ধান না পাওয়ায় সিলেট ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে সিলেট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার হুমায়ুন কার্নাইন এর নেতৃত্বে ডুবুরি দল ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের টিম লিডার আব্দুল কাদিরের নেতৃত্বে উদ্ধার কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে খবর আসে কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ নামক স্থানে ধলাই নদীর রেলওয়ে সেতুর পাশে এক যুবকের লাশ ভাসছে।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের অপর একটি দল দুপুর ১টায় লাশ উদ্ধার করেন। খবর পেয়ে নিখোঁজ রামেশ্বর গড় এর ভাই বাবলু গড়সহ চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নিহতের ভাই বাবুল গড় লাশটি শনাক্ত করার পর পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস এর নেতৃত্বে একদল পুলিশ,স্থানীয় পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, মাধবপুর ইউনিয়নের ইউপি সদস্য শীব নারায়ণ শীল উপস্থিত ছিলেন। এ ঘটনায় পরিবার সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

Sharing is caring!

 

 

shares