Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
পাঁচ দিন পর বাড়তে পারে শীতের তীব্রতা – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

পাঁচ দিন পর বাড়তে পারে শীতের তীব্রতা

ডেস্ক নিউজঃ আগামী পাঁচ দিন পর শীতের তীব্রতা বাড়তে পারে। অর্থাৎ আগামী ৯ অথবা ১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এরপরের অন্তত এক সপ্তাহ আবহাওয়া এমন থাকতে পারে।

রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‌‘৯-১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। ফলে দেশের প্রায় সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা কমবে। এতে শীতের তীব্রতা আরেকটু বাড়বে। দেশের যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে সেগুলো আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

তবে ঢাকা ও এর আশপাশে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা তেমন নেই বলে তিনি জানান।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সিএনবাংলা/ এম

Sharing is caring!

 

 

shares